রাজনীতি

বিদেশি হত্যাকারীদের বাংলার মাটিতেই গ্রেফতার করা হবে

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শহীদ তাজউদ্দিন আহমেদ ও শহীদ আহসান উল্লাহ মাস্টারের গাজীপুর এবং শহীদ ময়েজউদ্দিন আহমেদের কালীগঞ্জে দাঁড়িয়ে বলছি যারা বিদেশিদের হত্যা করে শেখ হাসিনার উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে তাদের এ বাংলার মাটিতেই গ্রেফতার করা হবে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালে বাংলার মাটিতে আবারও নির্বাচন হলে অন্য কারো অধীনে নয় শেখ হাসিনার অধীনেই হবে। কারণ সরকার বিদ্যুৎ সমস্যার সমাধান করেছে। নারীর ক্ষমতায়নে ভূমিকা রেখেছে। আবার নির্বাচন হলে আওয়ামী লীগই জয়ী হবে এবং শেখ হাসিনই সরকার গঠন করবেন। বাংলার মানুষই তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। তিনি আরো বলেন, ময়েজউদ্দিনের রক্তে ভেজা কালীগঞ্জেও আওয়ামী লীগ বিজয়ী হবে। এখানে শহীদ ময়েজউদ্দিনের নামে নার্সিং ইনস্টিটিউট তৈরি করা হবে।  বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ১৯৭১ সালে শহীদ ময়েজউদ্দিন এই বাংলার জন্য মুক্তিযোদ্ধাদের সু-সংগঠিত করেছেন। আর সেই মাটিতেই তিনি নিজের বুকের তাজা রক্ত ঝড়িয়েছেন। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, জাতির জনককে আমরা ধরে রাখতে পারিনি। আর বাঙালি হিসেবে এটা আমাদের ব্যর্থতা। কিন্তু তারই কন্যা শেখ হাসিনা সোনার বাংলার হাল ধরেছেন। তার মেধা দিয়ে বাংলাদেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়েছেন। আর তারই ফল হিসেবে তিনি বারবার পুরস্কৃত হচ্ছেন। কিন্তু একটি মহল শেখ হাসিনার এই উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিদেশিদের হত্যার পরিকল্পনা করছে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।    আব্দুর রহমান আরমান/এআরএ/এমএস

Advertisement