প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় চলমান লকডাউনে সিলেট থেকে চট্টগ্রামে আসা যুবক আব্দুল্লাহ আল মামুন বাড়ি ফিরতে না পেরে নগরীর একটি মসজিদের সিঁড়িতে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু ছিনতাইকারীদের চোখ ঠিকই খুঁজে নিয়েছে এই অসহায়কে।
Advertisement
সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে একদল ছিনতাইকারীর কবলে পড়ে মোবাইল-টাকা ও সঙ্গে থাকা সব কিছু হারিয়েছেন মামুন।
সংবাদ পেয়ে ঘটনায় জড়িত পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
গ্রেফতার পাঁচ ছিনতাইকারী হলেন— মো. লোকমান (৩২), আলামিনুল ইসলাম সাজ্জাদ (১৮), কেফায়ক জাহাঙ্গীর আলম (৪০), সাব্বির (১৮) ও দিলু (২২)।
Advertisement
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জাগো নিউজকে বলেন, ‘গত ২৪ মার্চ সিলেট থেকে ব্যক্তিগত কাজে চট্টগ্রামে আসেন আবদুল্লাহ আল মামুন নামের ওই যুবক। সাধারণ ছুটি ঘোষণার পর গণপরিবহন ও ট্রেন চলাচল বন্ধ হওয়ায় বাড়ি ফিরতে পারেননি তিনি। তাই নিরুপায় হয়ে আশ্রয় নেন নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদের সিঁড়িতে। রাতে সেখানে ঘুমান। বৃষ্টি হলে মসজিদের ভেতরে আশ্রয় নেন।’
ওসি বলেন, ‘সোমবার রাত পৌনে ১টার দিকে কয়েকজন ছিনতাইকারী ঘুমন্ত মামুনকে ডেকে তোলে। ছোরার ভয় দেখিয়ে তারা একটি মোবাইল সেট, নগদ ২২০০ টাকা ও একটি চেক নিয়ে নেয়। ছিনতাইকারীরা চলে যাওয়ার সময় মামুন চিৎকার শুরু করেন। চিৎকার শুনে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে আটক করেন।’
এই ঘটনায় আবদুল্লাহ আল মামুন বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। এছাড়া সিলেট ফিরতে না পারা পর্যন্ত মামুনের থাকার সাময়িক ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ মহসিন।
আবু আজাদ/এএইচ/এমএস
Advertisement