দেশজুড়ে

সুনামগঞ্জে ইসলামী ব্যাংক লকডাউন

সুনামগঞ্জে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় ওই ব্যাংকের জেলা শাখাসহ শহরের ইলেক্ট্রনিক সাপ্লাই রোড লকডাউন করেছে উপজেলা প্রশাসন। একইসঙ্গে ওই ব্যাংকের ২২ কর্মকর্তা-কর্মচারীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। বর্তমানে ওই ব্যাংক কর্মকর্তা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি।

Advertisement

মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, ২৩ এপ্রিল ওই ব্যাংক কর্মকর্তার নমুনা সিলেটে পাঠানো হয়। সোমবার রাতে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। তাই আমরা ওই ব্যাংক কর্মকর্তাকে আইসোলেশন ইউনিটে নিয়েছি।

সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা বলেন, ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখাসহ শহরের ইলেক্ট্রনিক রোডের ওই ব্যাংক কর্মকর্তার ভাড়াবাসা ও ওই রোডের সবকটি বাড়ি লকডাউন করা হয়েছে। একইসঙ্গে আক্রান্ত ওই ব্যাংক কর্মকর্তার সংস্পর্শে আসা ৪ ব্যাংক কর্মকর্তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Advertisement

মোসাইদ রাহাত/এফএ/পিআর