করোনাভাইরাস মোকাবিলায় মার্কিন সাময়িকী ফোর্বসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনা।
Advertisement
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষ পদক্ষেপ নেয়ায় সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করা হয় মার্কিন সাময়িকী ফোর্বসে। কানাডীয় লেখক অভিভাহ ভিটেনবার্গ-কক্স নারী নেতৃত্বাধীন আটটি দেশের করোনা মোকাবিলায় গৃহীত পদক্ষেপের বিষয়ে লেখা এক নিবন্ধে শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।
বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনার সভাপতি রবিন মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক বিকাশ ঘোষ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, 'করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত বাংলাদেশসহ পুরো পৃথিবী। এই মহামারি সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্বযুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ফোর্বস ম্যাগাজিন এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।'
'করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জিত এই স্বীকৃতিতে দেশের মানুষের পাশাপাশি আমরা প্রবাসীরাও গর্বিত। ইউরোপে অবস্থানরত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের পক্ষ থেকে আমরা তাকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।'
Advertisement
জেডএ/পিআর