করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে সাধারণ ছুটি থাকায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল।
Advertisement
এ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- চিড়া, মুড়ি, নুডলস, বিস্কুট, টোস্ট, দুধ, কেক ও জুস। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা এসব খাদ্য বিতরণে সহযোগিতা করেন।
এর আগে চলতি মাসে দুই দফায় প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে এবং চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, রংপুর, নাটোর মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, রাজশাহী, বগুড়া, বরিশালসহ আরও কয়েকটি জেলায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
Advertisement
জেডএ/এমএস