জাতীয়

নূর হোসেনকে আনতে কিছুটা সময় লাগবে

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে দেশে আনতে সময় লাগবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভারতরে আদালত তাকে দেশে পাঠানোর নির্দেশ দেয়ার পর শুক্রবার রাতে এক প্রতিক্রিয়ায় জাগো নিউজকে তিনি বলেন, বললেই নূর হোসেনকে দেশে আনা সম্ভব হবে না। প্রক্রিয়া আছে। সময় লাগবে। তবে আমরা প্রস্তুতি নিচ্ছি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নূর হোসেনকে আনতে আমরা ভারত সরকারকে আগেই চিঠি দিয়েছে। বিভিন্ন সময় তাদের সঙ্গে চিঠি চালাচালি হয়েছে।শুক্রবার ভারতের আদালত তাকে ফিরিয়ে দিতে আদেশ দিয়েছে। তবে এতো তাড়াতাড়ি হবে না। এখনো ভারত থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। ভারত সরকার তাদের দূতাবাসের মাধ্যমে  পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে। সেখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নোট আসবে। এরপর ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে।এর আগে শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামি নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন ভারতের আদালত। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচারিক হাকিমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে ২০১৪ সালের ২৭ এপ্রিল অপহরণ করে হত্যা করা হয়। ওই ঘটনায় করা দুটি মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেন ঘটনার পরপরই ভারতে পালিয়ে যান। এরপর কলকাতা শহরের অদূরে বাগুইহাটি নামের একটি আবাসনে আশ্রয় নেন। সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।এসএ/এএইচ/এমএস

Advertisement