আইন-আদালত

সরকারের নীতিনির্ধারকদের নিয়ে কটূক্তি : যুবক রিমান্ডে

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের নীতিনির্ধারক ও উচ্চপদস্থ ব্যক্তিদের নামে হুমকি, কটূক্তি এবং মানহানিকর বার্তা প্রদানের অভিযোগে গ্রেফতার সবুজ খন্দকারের (২৮) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মোরর্শেদ আল মামুন ভুইয়া এ রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement

আদালতের রমনা থানার সাধারণ নিবন্ধন শাখার দায়িত্বপ্রাপ্ত পুলিশের কনেস্টবল কামরুল ইসলাম মঙ্গলবার (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার সবুজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ডিবি পুলিশ। রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মুঠোফোন জব্দ করেছে পুলিশ। গ্রেফতারের পর তার বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

Advertisement

সবুজকে গ্রেফতারের অভিযানে নেতৃত্ব দেয়া ডিএমপির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘সবুজ খন্দকার (Sobuj Khandaker) নাম ব্যবহার করে ফেসবুক ম্যাসেঞ্জারে সরকারের নীতিনির্ধারক, উচ্চপদস্থ ও গণ্যমান্য ব্যক্তিদের নামে হুমকি, কটূক্তি এবং মানহানিকর অশ্লীল বার্তা প্রদান করা হচ্ছিল।’

জেএ/এএইচ/এমকেএইচ