দেশজুড়ে

নূর হোসেনকে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় খুশি নিহতদের পরিবার

সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে দিতে ভারতের আদালতের নির্দেশনায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতদের স্বজনরা। পাশাপাশি নূর হোসেনকে দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তারা। এদিকে, ভারতের আদালতের নির্দেশের কারণে আমরা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন নিহতদের স্বজনরা।শুক্রবার ভারতের উত্তর চব্বিশ পরগনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সন্দীপ চক্রবর্তী সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুমতি দেন। এক প্রতিক্রিয়ায় নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, এ উদ্যোগের কারণে আমি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারত সরকারকে ধন্যবাদ জানায়। তিনি আরো বলেন, নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার পর তার কণ্ঠেই আমরা শুনতে চাই, কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। নেপথ্যে কারা কাজ করেছে। কি কারণেই সাতজনকে এভাবে হত্যা করা হয়েছে। নিহত মনিরুজ্জামান স্বপনের ছোট ভাই মিজানুর রহমান রিপন বলেন, নূর হোসনকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে দেশে আনতে হবে। কারণ সাতজনকে অপহরণ ও হত্যার প্রকৃত ঘটনাটি আড়াল করতে হয়তো নূর হোসেনকে মেরেও ফেলা হতে পারে। আমরা চাই, তাকে আদালতে হাজির করে বিচারের মাধ্যমে প্রকৃত ঘটনা নারায়ণগঞ্জবাসী তথা সারা দেশের জনগণকে জানিয়ে দেয়া হোক।২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার সহযোগি মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, মনিরুজ্জামান স্বপনের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার গাড়িচালক ইব্রাহিম অপহৃত হন। এরপর ৩০ এপ্রিল বিকেলে শীতলক্ষ্যা নদী থেকে ছয়জন এবং ১ মে সকালে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা দুটি মামলার ১১ মাস পর গত ৮ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুটি মামলায় অভিন্ন চার্জশিটে নূর হোসেন, র্যা ব কর্মকর্তাসহ ৩৫জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। তাদের মধ্যে ২২ জন গ্রেফতার রয়েছে। আর নূর হোসেনসহ ১৩ জন পলাতক। তবে নূর হোসেন ও তার দুই সঙ্গী গত বছর ১৪ জুন কলকাতা বিমান বন্দরের কাছে কৈখালী থেকে গ্রেফতার হয়েছিলেন। হোসেন চিশতী সিপলু/এআরএ/এমএস

Advertisement