জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজধানীর রাজারবাগে নিজ বাসায় থাকাবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হন বলে নিশ্চিত করেছেন ওই শিক্ষার্থী।
Advertisement
তবে এখন পর্যন্ত করোনাভাইরাসের কোনো উপসর্গ তার শরীরে দেখা দেয়নি বলে মঙ্গলবার (২৮ এপ্রিল) জাগো নিউজকে জানিয়েছেন ওই শিক্ষার্থী।
এর আগে গত ২২ এপ্রিল আক্রান্ত শিক্ষার্থীর পুলিশ সদস্য বাবা করোনায় আক্রান্ত হন। পরে ২৫ এপ্রিল তাদের পরিবারের সবার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় ওই শিক্ষার্থী ও তার মায়ের করোনাভাইরাস পজিটিভ এসেছে।
‘জটিল’ উপসর্গ না থাকায় নিজ বাসাতেই আইসালেশনে আছেন ওই শিক্ষার্থী ও তার মা। তার বাবা রাজধানীর পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
Advertisement
আক্রান্ত শিক্ষার্থী জাগো নিউজকে বলেন, বাবার করোনা শনাক্তের পর ২৫ এপ্রিল আমাদের পরিবারের সবার নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়েছিল। পরে আইইডিসিআর থেকে খুদেবার্তা পাঠিয়ে আমার ও আমার মায়ের করোনার বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে আমি ও মা আইসোলেশনে আছি। আমরা সুস্থ আছি। এখন পর্যন্ত আমার কোনো উপসর্গ দেখা দেয়নি। আমার ছোট দুই বোনেরও পরীক্ষা করা হয়েছিল। তাদের ফলাফল নেগেটিভ এসেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান জাগো নিউজকে বলেন, আমাদের এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্তের কথা শুনেছি। তার বিষয়ে খোঁজ নেয়ার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয় থেকে তার কোনো সাহায্যের প্রয়োজন হলে আমরা করব। আশা করছি সে দ্রুতই করোনামুক্ত হবে।
ফারুক হোসেন/এএম/এমএস
Advertisement