ভারতের রাজধানী দিল্লিতে লকডাউনের মধ্যেও আংশিক দোকান-পাট চালু হচ্ছে। মঙ্গলবার থেকেই কিছু দোকান-পাট চালু করার অনুমতি দেওয়া হয়েছে।
Advertisement
সোমবার অরবিন্দ কেজরিওয়াল সরকার করোনাভাইরাসের কারণে দিল্লিজুড়ে যে লকডাউন চলছে তা শিথিল করার বিষয়টি নিশ্চিত করেছিলেন।
চিকিৎসক, ইলেক্ট্রিশিয়ান, মিস্ত্রি এবং যারা সেবাদান কাজে জড়িত তারা মঙ্গলবার থেকেই পুণরায় তাদের কাজ শুরু করতে পারবেন বলে জানানো হয়েছে।
এদিকে, ওষুধের দোকান, ক্লিনিক, প্যাথলজি ল্যাব, ভ্যাকসিন ও ওষুধ কেনা-বেচার অনুমতি দিয়েছে দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ওল্ড হোম, চাইল্ড হোম এবং শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানও তাদের কার্যক্রম পুণরায় চালু করতে পারবে।
Advertisement
রাজধানীজুড়ে চিকিৎসক, বিজ্ঞানী, নার্স, প্যারামেডিকেল কর্মী, ল্যাবের কর্মী এবং বিভিন্ন হাসপাতালের কাজে নিয়োজিত কর্মী, অ্যাম্বুলেন্স আগের মতোই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে।
তবে স্কুল এবং কলেজ বন্ধই থাকছে। এক্ষেত্রে অনলাইনে শিক্ষাদানে উৎসাহ দেওয়া হচ্ছে। তবে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে সব ধরনের নিষেধাজ্ঞা আগের মতোই থাকছে। সেখানে লকডাউন শিথিল করা হচ্ছে না।
এদিকে, ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৪৩৫। অপরদিকে এখন পর্যন্ত মারা গেছে ৯৩৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৬ হাজার ৮৬৯ জন।
দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৮০ ভাগই মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, দিল্লি এবং রাজস্থানের। এসব রাজ্যে এখন পর্যন্ত ৭৪১ জনের মৃত্যু হয়েছে।
Advertisement
টিটিএন/পিআর