দেশজুড়ে

গার্মেন্টস খোলার খবরে দৌলতদিয়ায় ঢাকামুখী যাত্রীদের ভিড়

গার্মেন্টস খোলার সংবাদে চাকরি হারানোর ভয়ে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গণপরিবহন বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বিচ্ছিন্নভাবে দৌলতদিয়া ঘাটে এসে ফেরিতে নদী পার হচ্ছেন এসব যাত্রী।

Advertisement

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এমন চিত্র দেখা গেছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. মাহবুব হোসেন বলেন, সীমিত আকারে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কয়েকটি ফেরি চলাচল করছে। এতে জরুরি পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পারাপার হচ্ছে। সেই সুযোগে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা ঢাকামুখী যাত্রীরা ফেরি পার হচ্ছেন। পাশাপাশি ব্যক্তিগত কিছু ছোট গাড়িও পারাপার হচ্ছে। ঢাকা থেকেও যাত্রীরা আসছেন।

রুবেলুর রহমান/আরএআর/এমকেএইচ

Advertisement