আন্তর্জাতিক

লকডাউন ভঙ্গ করায় মালয়েশিয়ায় গ্রেফতার ১৫ হাজার

মালয়েশিয়ায় লকডাউন ভঙ্গ করায় ১৫ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। গত ১৮ মার্চ থেকে দেশটিতে লকডাউন চলছে। এরই মধ্যে অনেকেই লকডাউনের নিয়ম ভঙ্গ করেছেন।

Advertisement

এদিকে, লকডাউন ভঙ্গ করায় লোকজনকে গ্রেফতারের সমালোচনা করছে মানবাধিকার সংগঠনগুলো। লকডাউনের নিয়ম ভঙ্গকারী লোকজনকে গ্রেফতার করে জেলে না পাঠানোর জন্য মালয়েশিয়াকে আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

সম্প্রতি লকডাউন ভঙ্গ করায় গ্রেফতার হওয়াদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন। তিনি তার প্রেমিকের জন্মদিনে কেক উপহার দেওয়ার জন্য লকডাউন ভঙ্গ করে বাড়ি থেকে বেরিয়েছিলেন।

তাকে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে এক হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা করা হয়েছে। যদি তিনি জরিমানা না দিতে পারেন তবে তাকে হয়তো আরও দু'মাস কারাদণ্ড ভোগ করতে হতে পারে।

Advertisement

এদিকে, হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক ফিল রবার্টসন বলছেন, মালয়েশিয়া সরকারকে বুঝতে হবে যে, কোভিড-১৯ থেকে জনগণকে বাঁচাতে হলে কারাগারে জনসংখ্যা কমাতে হবে।

আরও বেশি লোকজনকে কারাগারে পাঠালে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এদিকে, মালয়েশিয়ায় এখন পর্যন্ত ৫ হাজার ৮২০ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ জন।

ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩ হাজার ৯৫৭ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ১ হাজার ৭৬৪টি। অপরদিকে ৩৭ জনের অবস্থা গুরুতর।

টিটিএন/এমকেএইচ

Advertisement