জাতীয়

অবকাঠামো খাতে জামিলুর রেজা চৌধুরীর অবদান স্মরণীয় হয়ে থাকবে

প্রকৌশলী, গবেষক ও শিক্ষাবিদ হিসেবে জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর দক্ষতা ও সুনাম বিশ্বব্যাপী স্বীকৃত। দেশের অবকাঠামো নির্মাণ খাতে তার অনন্য অবদান জাতি দীর্ঘকাল স্মরণে রাখবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার (২৮ এপ্রিল) ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি এমন মন্তব্য করেন।

Advertisement

এক শোক বার্তায় অর্থমন্ত্রী জামিলুর রেজা চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় মন্ত্রী আরও জানান, ‘অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী ছিলেন দেশের একজন প্রাজ্ঞ ও কৃতি ব্যক্তিত্ব। প্রকৌশলী, গবেষক ও শিক্ষাবিদ হিসেবে তার দক্ষতা ও সুনাম বিশ্বব্যাপী স্বীকৃত। দেশের অবকাঠামো নির্মাণ খাতে তার অনন্য অবদান জাতি দীর্ঘকাল স্মরণে রাখবে। একুশে পদক প্রাপ্ত এই গুণী ব্যক্তিত্বের মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

সোমবার রাত ২টার দিকে ঘুমের মধ্যে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়। পরে ভোর ৪টার দিকে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে ততক্ষণে তিনি মারা যান।

Advertisement

এমইউএইচ/এমএফ/জেআইএম