দেশজুড়ে

খুলনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তরুণীর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে লিমা খাতুন (২৪) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়।

Advertisement

লিমা খাতুন পিরোজপুর জেলা সদরের জুলফিকার আলীর মেয়ে লিমা।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ইনচার্জ ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, নিউমোনিয়ায় আক্রান্ত লিমাকে সোমবার বিকেলে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান। লিমা করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

আরএআর/জেআইএম

Advertisement