করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরাফেরা নিয়ন্ত্রণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীজুড়ে অভিযান পরিচালনা করে ৫০টি মামলা করেছে। এ সময় তাদের কাছ থেকে ৩৬ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে।
Advertisement
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, অকারণে ঘোরাঘুরি করার কারণে পুলিশের রমনা বিভাগে ১৬টি মামলায় পাঁচ হাজার ৫৫০ টাকা, মতিঝিল বিভাগে তিনটি মামলায় তিন হাজার ৫০০ টাকা, লালবাগ বিভাগে ১০টি মামলায় ১০ হাজার ১০০ টাকা, ওয়ারী বিভাগে পাঁচটি মামলায় তিন হাজার ৯০০ টাকা, তেজগাঁও বিভাগে আটটি মামলায় নয় হাজার ৫০০ টাকা ও মিরপুর বিভাগে আটটি মামলায় তিন হাজার ৮০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
নগরবাসীকে অপ্রয়োজনে রাস্তায় ঘুরোঘুরি না করে ঘরে থাকার অনুরোধ করেছে ডিএমপি।
দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১৫২ জনের মৃত্যু হলো। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৯৭ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে পাঁচ হাজার ৯১৩।
Advertisement
এআর/বিএ/জেআইএম