প্রবাস

অসহায়দের পাশে ‘ফুড সাপোর্ট সিডনি’

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নোভেল করোনাভাইরাস অস্ট্রেলিয়াতেও ভয়াবহ আকার ধারণ করেছে। দিন যতই যাচ্ছে সংক্রমণের হার ততই বাড়ছে। এমতাবস্থায় অসহায় হয়ে পড়ছে মানুষ। করোনা সঙ্কট মোকাবিলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। সিডনির ক্যাম্পবেল্টাউনের দুই স্বেচ্ছাসেবী সংগঠন গত ১২ এপ্রিল থেকে প্রতি উইকেন্ডে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে। নিত্যপ্রয়োজনীয় গ্রোসারিজ ও রান্না করা খাবার বিপদগ্রস্তদের কাছে পৌঁছে দিচ্ছে।

Advertisement

সংগঠনটি এ পর্যন্ত ৩৫টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দিয়েছে। নিজেদের অর্থায়নে এবং বিভিন্ন অনুদানে এসব বিতরণ করা হচ্ছে। প্রতি গ্রোসারিজ ব্যাগের খাবার অন্তত একটা পরিবার কমপক্ষে ৩ থেকে ৪ সপ্তাহের মতো চলতে পারবে বলে জানা গেছে।

এ পর্যন্ত তারা ক্যাম্পবেল্টাউন, ল্যাকেম্বা, রকডেল, ব্যাংকসসটাউন, মিন্টো, ইঙ্গলবার্ন, লিভারপুল সাবার্বের আশপাশে খাবার বিতরণ করেছে। উদ্যোক্তারা এই কার্যক্রমে সাহায্যপ্রাথীদের পরিচয় গোপন রেখে তাদের দরজার কাছে খাবার পৌছে দিয়ে পরে মুটোফোনে জানিয়ে দেন।

প্রতিজনকে ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, মাংস, নুডুলস, চিনি, ময়দা, ডিম, লবন, গুড়া দুধ বা লং লাইফ মিল্ক, পাস্তা, ক্যান টমেটো, ক্যান ছোলা, র্যাযাপ রুটি, জ্যাম, কুকিজ, আদা রসুন বাটা দিচ্ছে। প্রয়োজনে বেবি ফুড, ন্যাপি, ওয়েপ, ফর্মুলা মিল্ক, পপকর্নের প্যাকেট এবং জরুরি ঔষধসহ দ্রব্য দেয়া হচ্ছে।

Advertisement

উল্লেখ্য, তারা ফেইসবুকে ‘ফুড সাপোর্ট সিডনি’ নামে একটি ফেইসবুক পেইজ খুলেছে যার ধারাবাহিকতায় পরবর্তী সময়েও কাজ করে যাবে। খাবার সংকটের সমস্যায় নিচের ফোন নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে। অনুদান সরবরাহের জন্য ‘ফুড সাপোর্ট সিডনি’ শুধু গ্রোসারিজ সংগ্রহ করে থাকে। যোগাযোগের ফোন নান্বার: ০৪৩০২১১০০৯, ০৪৩২০২০৪০২।

এমআরএম