দেশজুড়ে

সুনামগঞ্জে ১১ জনের করোনা শনাক্ত

সুনামগঞ্জ জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১১ জন। সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজে সিলেট বিভাগের ১৮০ জনের করোনা পরীক্ষা করা হলে তার মধ্যে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়।

Advertisement

এর মধ্যে সুনামগঞ্জ জেলায় ১১ জন ও বাকি ২ জন সিলেটের। সুনামগঞ্জের ১১ জনের মধ্যে বিশ্বম্ভরপুরের ৪ জন, দোয়ারবাজার উপজেলার ৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২ জন, সুনামগঞ্জ সদর উপজেলায় ১ জন ও জগন্নাথপুর উপজেলায় ১ জন রয়েছেন বলে জানা গেছে।

এ নিয়ে ঢাকা থেকে পালানো রোগীসহ সুনামগঞ্জে মোট করোনা রোগীর সংখ্যা ২৭ জন। যার মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাসম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজকে সুনামগঞ্জের ১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

Advertisement

মোসাইদ রাহাত/এমএএস/এমআরএম