টানা ১৪ দিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের চিকিৎসার পর সুস্থ হয়ে বাসায় ফিরলেন রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর স্ত্রী রেবেকা সুলতানা সাজু (৫২)। তিনি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য।
Advertisement
সোমবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে গুলশানের বাসায় ফিরেছেন তিনিসহ এমপি কাজী কেরামত আলী। হাসপাতালে দীর্ঘদিনের চিকিৎসার সময় পাশে ছিলেন স্বামী কাজী কেরামত আলী।
জানা গেছে, চলতি মাসের প্রথম সপ্তাহে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া রাজবাড়ী সদর ও গোয়ালন্দের ১৫ হাজার অসহায় পরিবারকে সহযোগিতা করে মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকার বাসায় ফিরে যান রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী ও তার কন্যা কানিজ ফাতেমা চৈতি। বাসায় গিয়ে দেখেন এমপির স্ত্রী রেবেকা সুলতানা সাজু অসুস্থ। পরে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে পরীক্ষা করালে করোনা পজিটিভ রিপোর্ট। তখন স্বামী কাজী কেরামত ও তার মেয়ে কানিজ ফাতেমা চৈতিরও করোনা পরীক্ষা করানো হয়। কিন্তু তাদের করোনা নেগেটিভ আসে।
১৪ এপ্রিল হাসপাতালে ভর্তির দিন থেকেই চিকিৎসক ও নার্সদের পাশাপাশি এমপি ছিলেন তার স্ত্রীর পাশে। দীর্ঘ ১৪ দিনের চিকিৎসা শেষে আজ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে গুলশানের বাসায় ফিরেছেন এমপি ও তার স্ত্রী।
Advertisement
এমপি কন্যা কানিজ ফাতেমা চৈতি বলেন, আল্লাহর অশেষ রহমত আর সবার দোয়ায় আম্মু সুস্থ হয়ে আজ বিকেলে বাসায় ফিরেছে। আমার আম্মুর পাশে হাসপাতালে এতদিন আব্বু ছিল। এ কয়েকদিনে আমিসহ আব্বু, গাড়িচালক, বাসা পরিচর্যাকারীদের কয়েকবার করোনা পরীক্ষা করা হয়েছে, সবারই নেগেটিভ এসেছে। আমার আম্মু-আব্বুর জন্য সবাই দোয়া করবেন এবং আপনারা সবাই ঘরে থাকবেন।
রুবেলুর রহমান/এফএ/পিআর