রংপুরের চার জেলায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। রংপুর মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে ১৯ জনের করোনা শনাক্ত হয়।
Advertisement
আক্রান্তদের মধ্যে রংপুর সদরে পাঁচজন, তারাগঞ্জে তিনজন, বদরগঞ্জে একজন , ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুইজন, বালিয়াডাঙ্গীতে একজন, হরিপুরে চারজন, পঞ্চগড়ের দেবীগঞ্জে দুইজন ও দিনাজপুরের হাকিমপুরে একজন শনাক্ত হয়েছেন।
রংপুর সদরে আক্রান্ত পাঁচজনের মধ্যে দুইজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক (একজন ইন্টার্ন চিকিৎসক), দুইজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাজহাট সূর্যের হাসি ক্লিনিক সংলগ্ন এলাকার এক নারী। যিনি সোনালী ব্যাংক রংপুর বাজার শাখায় সিনিয়র অফিসার (ক্যাশ) পদে কর্মরত। এ নিয়ে ওই ব্যাংকের সাতজন করোনায় আক্রান্ত হলেন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করে বলেন, রংপুরে একদিনে সর্বোচ্চ ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
Advertisement
এ নিয়ে রংপুর বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৪ জনে দাঁড়াল। এদের মধ্যে গাইবান্ধায় ১৬ জন, দিনাজপুরে ১৫ , নীলফামারীতে ১০, ঠাকুরগাঁওয়ে ১৬, রংপুরে ৩০, লালমনিরহাটে দুইজন, কুড়িগ্রামে নয়জন এবং পঞ্চগড়ে ছয়জন।
জিতু কবীর/এএম/এমএস