দেশজুড়ে

কিশোরগঞ্জে এবার করোনায় সুস্থ হলেন চিকিৎসক

কিশোরগঞ্জে এবার সুস্থ হয়ে উঠেছেন করোনাভাইরাসে আক্রান্ত এক চিকিৎসক। পর পর দুবারের পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসায় সোমবার কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়।

Advertisement

এর আগে গত শনিবার (২৫ এপ্রিল) কিশোরগঞ্জের প্রথম করোনা রোগী ইটনা উপজেলার বেতাগা গ্রামের আব্দুর রশিদ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আরিফ আহমেদ জনী নামের ওই চিকিৎসক কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মনজুরুল হক জানান, করোনা আক্রান্ত হয়ে ওই চিকিৎসক গত ১৫ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

Advertisement

গত ১৮ এপ্রিল ও ২৩ এপ্রিল পর পর দুটি নমুনা পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ আসায় তাকে ছাড়পত্র দেয়া হয়েছে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ২৬ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এ নিয়ে জেলায় ১৭৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নূর মোহাম্মদ/এমএএস/এমএস

Advertisement