জাতীয়

বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবি

বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার এবং সকল রুটে বিআরটিসিসহ গণপরিবহনের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ঢাকা মহানগর শাখা।শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তারা বলেন, এখন গণপরিবহনে চলছে গণঅরাজক পরিস্থিতি। যাত্রীদের কাছ থেকে প্রতিনিয়নত ইচ্ছামত বর্ধিত ভাড়া আদায় করা হচ্ছে। সরকার অতিরিক্ত ভাড়া রোধে মেজিস্ট্রেড নিয়োগ করলেও তা নিয়ন্ত্রণ করতে পারছে না এর ফলে যাত্রীরা হয়রানির শিকার হচ্ছে।বক্তারা আরো বলেন, সরকার বিআরটিসি বাস যত চালু করেছিলো তার অনেকগুলোই বর্তমানে বন্ধ আছে। তাই বিআরটিসি বাসের সংখ্যা বাড়াতে হবে। বর্ধিত বাস ভাড়ার অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণকে স্বোচ্চার হওয়ারও আহ্বান জানান বক্তারা।বাসদ নগর কমিটির সদস্য সচিব জুলফিকার আলীর সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদুল হক মিলু, নগর কমিটির সদস্য খালেকুজ্জামান লিপন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহ সভাপতি আব্দুর রাজ্জাক প্রমূখ।এএস/এসকেডি/এমএস

Advertisement