জাতীয়

দেশের যে ৪ জেলা এখনও করোনামুক্ত

ক্রমান্বয়ে দেশব্যাপী ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনাভাইরাস। দেশের ৬৪ জেলার মধ্যে ৬০ জেলাতেই সংক্রমণ ছড়িয়েছে এ ভাইরাস। এখন কেবল চার জেলা করোনাভাইরাস মুক্ত রয়েছে। করোনামুক্ত জেলাগুলো হলো- খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সাতক্ষীরা ও নাটোর।

Advertisement

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমাদের ৬০টি জেলা করোনায় আক্রান্ত। চারটি জেলায় এখনও কেউ করোনায় আক্রান্ত হয়নি। তার মধ্যে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙ্গামাটি করোনামুক্ত। খুলনা বিভাগের মধ্যে গতদিন আমি বলেছিলাম যে, ঝিনাইদহ ও সাতক্ষীরা বাদ আছে। তবে আজকে আমি বলব, ঝিনাইদহতে নতুন করে আক্রান্ত হয়েছে। খুলনা বিভাগের শুধু সাতক্ষীরা বাকি আছে। আর রাজশাহী বিভাগে একটু সংশোধনী আছে। গতদিন আমরা বলেছিলাম যে, রাজশাহীর নাটোরে একজন আক্রান্ত। আসলে নাটোরে কোনো আক্রান্ত নেই। নাটোরে যে ব্যক্তির কথা বলেছিলাম, তিনি ঢাকার। স্থায়ী ঠিকানা নাটোর ছিল বলে নাটোর উল্লেখ করা হয়েছিল। নাটোর এখনও করোনা মুক্ত।’

এদিকে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত ব্যক্তি ঢাকা মহানগরে। এ বিষয়ে ডা. নাসিমা সুলতানা বলেন, ‘ঢাকার সবচেয়ে বেশি আক্রান্ত এলাকাগুলোর মধ্যে রাজারবাগ, যাত্রাবাড়ী, লালবাগ, মোহাম্মদপুর, বংশাল, মহাখালী ও মিটফোর্ডে একই সংখ্যক আক্রান্ত ব্যক্তি রয়েছেন। মিরপুর-১৪ ও তেজগাঁওয়ে একই সংখ্যক আক্রান্ত ব্যক্তি রয়েছেন। ওয়ারী, শাহবাগ, কাকরাইল ও উত্তরায়ও সমান সংখ্যক আক্রান্ত হয়েছেন। এই অঞ্চলগুলোতেই সর্বোচ্চ আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।’

Advertisement

উল্লেখ্য, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১৫২ জনের মৃত্যু হলো। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৯৭ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে পাঁচ হাজার ৯১৩।

এমইউ/পিডি/এফআর/এমকেএইচ