শিল্প ও সংস্কৃতিরমূলক কাজের জন্য ডক্টরেট উপাধি অনেক আগেই পেয়েছেন বলিউড বাদশাহ। এবার মানবপ্রেমের জন্য ডক্টরেট ডিগ্রি উপাধি পেলেন কিং খান। বৃহস্পতিবার যুক্তরাজ্যের এডিনবার্গ বিশ্ববিদ্যালয় তাকে এই উপাধি দেয়। সম্মাননা গ্রহণের পর তিনি সবার সামনে বক্তৃতা প্রদান করেছেন। শাহরুখ তার টুইটারে লিখেছেন, ‘এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে আজ আমার বক্তৃতা ছিল জীবন ও শিক্ষা নিয়ে। আর এর মাধ্যমে আমি আমার জীবনের সবচাইতে বড় শিক্ষা গ্রহণ করেছি। সত্যিই এটা জাদুর মতো।’ ৪৯ বছর বয়সী এ অভিনেতা ডক্টরেট ডিগ্রি উপাধি হাতে নিয়ে তোলা একটি ছবিও পোস্ট করেছেন টুইটারে।এসকেডি/এমএস
Advertisement