রাজনীতি

রিজভী অসুস্থ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রোববার (২৬ এপ্রিল) থেকে তার পেটে প্রচণ্ড ব্যথা এবং বমি হয়। বর্তমানে তিনি তার আদাবরের বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।

Advertisement

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম রিজভীর চিকিৎসা করছেন।

তিনি জাগো নিউজকে বলেন, ১৯৮৪ সালে এরাশাদবিরোধী আন্দোলনের সময় রিজভী সাহেব গুলি খেয়েছিলেন। সে কারণে তিনি মাঝে মধ্যে প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে পড়েন। গতকালও বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। পেটে ব্যথা ও বমি হয়েছে। তার বাসায় চিকিৎসার ব্যবস্থা করছি।

ডা. রফিকুল ইসলাম বলেন, গতকালের চেয়ে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে।

Advertisement

এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান জানান, দলের স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ছাড়াও অন্য চিকিৎসকরা তার খোঁজ-খবর রাখছেন। রুহুল কবির রিজভী সবার দোয়া কামনা করেছেন।

কেএইচ/বিএ/এমকেএইচ