দেশজুড়ে

টাঙ্গাইলে উপসর্গ ছাড়াই অ্যাম্বুলেন্স চালক করোনাভাইরাসে আক্রান্ত

টাঙ্গাইলের সখীপুরে এক অ্যাম্বুলেন্স চালক (৩৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিলে) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে সখীপুরে মোট সাতজন করোনায় আক্রান্ত হলো।

Advertisement

এর আগে রোববার (২৬ এপ্রিল) সকালে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান জানান, রোববার সকালে সখীপুর থেকে পাঁচজনের নমুনা ঢাকায় পাঠানো হয়। রাতে একজনের করোনা পজিটিভের বিষয়টি তাদের জানানো হয়েছে। আক্রান্ত ব্যক্তি সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি প্রাইভেট অ্যাম্বুলেন্স চালক। সোমবার সকালে তাকে তার করোনা শনাক্তের বিষয়টি জানানো হয়েছে।

ডা. আবদুস সোবহান জানান, রোববার পর্যন্ত ১০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সকলের ফলাফল এসেছে। এতে সখীপুরে এ পর্যন্ত ছয়জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

Advertisement

সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা জানান, ওই অ্যাম্বুলেন্স চালক করোনায় আক্রান্ত হলেও তার শরীরে কোনো উপসর্গ নেই। আবারও তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। পরিবারসহ তার সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তাদেরও নমুনা সংগ্রহ করা হবে। তার বাড়ি লকডাউন করা হয়েছে। বাড়িতেই তাকে আইসোলেশনে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএআর/এমকেএইচ