নড়াইলে নতুন করে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ তিন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) সকালে নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় সাতজন চিকিৎসকসহ মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ জন।
Advertisement
এদিকে নড়াইল শহরে গত দুইদিনে চারজন করোনায় আক্রান্তের খবরে শহরবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শহর লকডাউনের দাবি জোরালো হচ্ছে।
নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে এ পর্যন্ত জেলার মোট ২১৩ জনের নমুনা পাঠানো হয়েছিল। সোমবার সকাল ৯টা পর্যন্ত ৯৪ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমারসহ তিন চিকিৎসকের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তরা সবাই নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
লকডাউনের ব্যাপারে সিভিল সার্জন বলেন, নড়াইল শহরে আক্রান্তদের নির্দিষ্ট এলাকা লকডাউন করা হয়েছে। সব জায়গায় লকডাউনের পরিকল্পনা এখন পর্যন্ত নেয়া হয়নি।
Advertisement
জানা গেছে, নড়াইলে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি লোহাগড়ার সৈয়দ সুজন ইতোমধ্যে করোনা মুক্ত হয়েছেন। বাকিরা মোটামুটি ভালো আছেন।
হাফিজুল নিলু/আরএআর/জেআইএম