খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রোববার ১৫৪ জনের নমুনা পরীক্ষার পর তিনজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
Advertisement
খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, আক্রান্তদের মধ্যে একজন নগরীর নিরালা এলাকার বাসিন্দা এবং তিনি পুলিশ কনস্টেবল। এক সপ্তাহ আগে তিনি ঢাকার রাজারবাগ থেকে খুলনায় আসেন। এরপর অসুস্থ হয়ে পড়লে শনিবার তার নমুনা সংগ্রহ করা হয়।
তিনি বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্ত অপর দুইজনের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। এ নিয়ে খুলনার ল্যাবে মোট ১৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হলো।
আলমগীর হান্নান/এমএএস/এমএস
Advertisement