দেশজুড়ে

দিনাজপুরে প্রথম দিনের নমুনা পরীক্ষায় সবগুলো করোনা নেগেটিভ

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে প্রথমবারের মতো করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্তের আরটিপিসিআর মেশিনে ৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) প্রথম দিনে ৪২টি নমুনার ৪২টিই করোনা নেগেটিভ এসেছে।

Advertisement

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিবেস সরকার জানান, সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। প্রথম দিনেই এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। দিনাজপুরের ৩৫টি ও পঞ্চগড় জেলার ৭টি। নমুনা পরীক্ষা করে একটিও পজিটিভ পাওয়া যায়নি। ৪২টির ফলাফলই নেগেটিভ পাওয়া গেছে।

উল্লেখ্য, আজ রোববার এম আব্দুর রহিম মেডিকেল কলেজে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্তের আরটিপিসিআর মেশিনের কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এই পিসিআরের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর জেলা তথা ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীর আক্রান্তদের নমুনা পরীক্ষা দ্রুত করা সম্ভব হবে।

এমদাদুল হক মিলন/এফএ/জেআইএম

Advertisement