কুমিল্লার হোমনার মঙ্গলকান্দি গ্রামের করোনা পজিটিভ ফাহিমা বেগম সুস্থ হয়ে উঠেছেন। দ্বিতীয় দফায় করোনা নেগেটিভ এলে তৃতীয় দফায় তার নমুনা সংগ্রহ করে রোববার আইইডিসিআরে পাঠানো হয়েছে।
Advertisement
গত ৩ এপ্রিল তার করোনা পজিটিভ রিপোর্ট এলে পুরো গ্রাম লকডাউন করে প্রশাসন। ১৫ দিন চিকিৎসার পর দ্বিতীয় দফা ওই নারীর নমুনা পাঠালে আইইডিসিআর থেকে শনিবার সন্ধ্যায় তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে।
রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুছ ছালাম শিকদার এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, যদি তৃতীয় দফাতেও কোনো রোগীর রিপোর্ট নেগেটিভ আসে তাহলে সে করোনামুক্ত বলে ধরে নেয়া হবে। প্রথম যেদিন কারো নমুনা সংগ্রহ করা হয় ওই তারিখ থেকে অন্তত ৩০ দিন পর আবার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। ইতোপূর্বে ফাহিমার শিশু সন্তান, মা এবং এক প্রতিবেশী উপজেলা সদরের গাজী ডায়াগনস্টিক সেন্টারে তথ্য গোপন করে চিকিৎসা ও পরীক্ষা করালে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। তাদের প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে।
Advertisement
কামাল উদ্দিন/এফএ/এমএস