দেশজুড়ে

সাতক্ষীরায় প্রথম করোনা রোগী শনাক্ত

সাতক্ষীরায় প্রথমবারের মতো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি একজন স্বাস্থ্যকর্মী।

Advertisement

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক জয়ন্ত কুমার জানান, রোববার সকালে পাওয়া রিপোর্টে তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। বর্তমানে ওই স্বাস্থ্যকর্মী সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া এলাকায় নিজ বাড়িতে চিকিৎসাধীন। তিনি যশোর জেলার শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে দায়িত্বরত।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত বলেন, স্বাস্থ্যকর্মীর বাড়িতে মেডিকেল টিম পাঠানো হচ্ছে। তার শারীরিক অবস্থা দেখেই চিকিৎসার জন্য পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। ওই স্বাস্থ্যকর্মী বাড়ি থেকে নিয়মিত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াত করতেন।

আকরামুল ইসলাম/এফএ/এমকেএইচ

Advertisement