নড়াইল জেলা প্রশাসনের এক কর্মচারীসহ তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে লোহাগড়া উপজেলার দুইজন রয়েছেন। এ নিয়ে জেলায় চার চিকিৎসকসহ বর্তমানে মোট ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী রয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. আব্দুল মোমেন।
Advertisement
তিনি জানান, জেলায় মোট ১৯২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর পাঠানো হয়েছিলো। রোববার (২৬ এপ্রিল) সকাল পর্যন্ত মোট ৯১টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে চারজন চিকিৎসক ও জেলা প্রশাসনের এক কর্মচারীসহ ৯ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।
এ নিয়ে জেলায় মোট ১০ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে প্রথম করোনা আক্রান্ত লোহাগড়া উপজেলার পারছাতরা গ্রামের সৈয়দ সুজনকে ইতোমধ্যে করোনামুক্ত ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
হাফিজুল নিলু/আরএআর/এমকেএইচ
Advertisement