দেশজুড়ে

বগুড়ায় আরও ২ জন করোনায় আক্রান্ত

বগুড়ায় নতুন করে আরও দুজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে বগুড়ায় মোট ১৬ জন করোনা রোগী শনাক্ত হলো।

Advertisement

শনিবার যাদের করোনা শনাক্ত করা হয়েছে তারা সবাই পুরুষ এবং বগুড়া শহরের বাসিন্দা। তাদের মধ্যে ৩৫ বছরের এক ব্যক্তি রয়েছেন যার বাড়ি শহরের চেলোপাড়া, অপরজন চক ফরিদ এলাকার বাসিন্দা। তার বয়স ৪৫ বছর।

তিনি আরও জানান, এদের মধ্যে চেলোপাড়ার ব্যক্তি ২ দিনের জন্য ঢাকায় গিয়েছিলেন। তিনি এক বাসায় কাজ করতেন। ধারণা করা হচ্ছে, ঢাকা থেকেই তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে চক ফরিদের ব্যক্তিটি ঢাকায় মুরগির ব্যবসা করতেন। তিনি পাঁচ দিন আগে ঢাকা থেকে বগুড়া আসেন। শনিবার রাতে এই দুই এলাকার আক্রান্তের বাড়িসহ আশপাশের বাড়িগুলো জেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করে দেয়া হয়। একই সঙ্গে তাদেরকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রীও সরবরাহ করা হয়েছে।

ডা. মোস্তাফিজুর রহমান জানান, শনিবার আমাদের হাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে বগুড়া ও জয়পুরহাটের ১১৩ জনের ফলাফলের রিপোর্ট আসে। রিপোর্টে বগুড়ার দুজনের পজেটিভ এসেছে। সেই সঙ্গে যাদের করোনা পজেটিভ এসেছে তাদের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

Advertisement

লিমন বাসার/এমএসএইচ