আন্তর্জাতিক

মুম্বাইয়ে আক্রান্ত ৫ হাজার ছাড়াল, মৃত্যু ৩২৩

করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ভারতের মহারাষ্ট্র প্রদেশে শনিবার যে ২২ জন মারা গেছেন তাদের মধ্যে মুম্বাই পুলিশের এক কনস্টেবলও রয়েছেন। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮১১ জন নতুন করে শনাক্ত হওয়ায় রাজ্যটিতে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৭ হাজার ৬২৮।

Advertisement

এনডিটিভির এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হয়েছে, ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত রোগীর সংখ্যা এখন মুম্বাই শহরে। বলিউড নগরী হিসেবে খ্যাত মুম্বাইয়ের অধীনে থাকা এলাকায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৫৯ জন; মৃত্যু হয়েছে ৩২৩ জনের। গত ২৪ ঘণ্টায় মুম্বাইয়ে ৬০২ জন শনাক্ত ও ১৩ জন মারা গেছে।

শনিবার মহারাষ্ট্রে প্রাণ হারানো ২২ জনের মধ্যে যে ১৩ জনই মুম্বাইয়ের। বলা হচ্ছে, তাদের মধ্যে ৫৯ শতাংশ রোগীর ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যাজমা, হৃদরোগ ও যক্ষ্মারোগে ভুগছিলেন বলে জানিয়েছে মহারাষ্ট্র রাজ্য সরকার। রাজ্যটিতে ১ হাজার ৭৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

মুম্বাইয়ে অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বস্তি ধারাবিতে শনিবার ২১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। সাত থেকে আট লাখ মানুষের আবাস ওই বস্তিতে করোনা হানা দেওয়ার পর আশঙ্কাজনক হারে সংকম্রণ বাড়ছেই। প্রায় ২ দশমিক ১ বর্গকিলোমিটার আয়তনের ধারাবি বস্তিতে এখন পর্যন্ত ২৪১ জন রোগী শনাক্ত হয়েছে।

Advertisement

মহারাষ্ট্র রাজ্য সরকার গত সপ্তাহে করোনা প্রতিরোধে ৯ জন চিকিৎসকের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করেছে। মৃত্যুহার কমিয়ে আনা, কোভিড-১৯ আক্রান্ত রোগীর সেবার ক্ষেত্রে চিকিৎসক ব্যবস্থাপনায় সহায়তা করাসহ গুরতর অসুস্থ রোগীদের নিয়ে কাজ করবে তারা। এই টাস্কফোর্স মুখ্যমন্ত্রীকে তাদের সর্বশেষ অগ্রগতি ও হালনাগাদ তথ্য জানাবে।

ভারতে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগী হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা এখন ২৪ হাজার ৯৪২ জন। আক্রান্তদের মধ্যে ৭৭৯ জন মারা গেছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ৫৬ জন। দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে ৫ হাজার ২১০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন।

এসএ

Advertisement