নেহরীন মোস্তফা, একটি বেসরকারি টেলিভিশনে কাজ করেন। মাতুয়াইলে বসবাসের কারণে করোনার এই দুর্যোগময় মুহূর্তে দেখছেন মানুষের নিদারুণ কষ্ট। তাই উদ্যোগী হন। সাহায্যের আহ্বান জানান বন্ধু, প্রিয়জন, শিক্ষক, সহকর্মীসহ পরিচিতজনদের কাছে। এই উদ্যোগে সারা পেয়েছেন তিনি। তিন দফায় আড়াই হাজার পরিবারে ত্রাণ দিয়েছেন তিনি।
Advertisement
মাতুয়াইলের ঐতিহ্যবাহী পরিবারের মরহুম দবিরউদ্দিন আহমেদ মৃধার দৌহিত্রী এবং শেখ কামালের সম্মন্ধির মেয়ে নেহরীন মোস্তফা। নেহরীনের উদ্যোগে পরিবার ও এলাকার অনেকে স্বেচ্ছায় এগিয়ে আসেন। সম্মিলিত চেষ্টায় ১১টি ওয়ার্ডে প্রায় ২,৫১০টি পরিবারের জন্য খাদ্য সামগ্রীর ব্যবস্থা করা হয়। এরপর ঢাকা-৫ সংসদীয় এলাকা মাতুয়াইল, যাত্রাবাড়ীর ৫০, ৪৮, ৬০ নং ওয়ার্ড, উত্তর দনিয়ার ৬১, ৬৩, ৬৪, ৬৫, ৬৬,৬৭ ও ৬৯ ওয়ার্ডে চাল, ডাল, পেঁয়াজ, তেল ও সাবানের প্যাকেট বিতরণ করেন তিনি।
নেহরীন মোস্তফা বলেন, মানুষের কষ্ট হচ্ছে। দিন আনা দিন খাওয়া মানুষ, কর্মজীবী, শ্রমজীবী মানুষের ঘরে অন্নের কষ্ট দেখেই উদ্যোগী হয়েছি। স্বতঃস্ফূর্ত সাড়ায় দুই হাজার ৫১০ পরিবারের দুই সপ্তাহের অন্নের বন্দোবস্ত করা গেলেও সংখ্যায় তা খুবই কম। আরও মানুষের কাছে ত্রাণ পৌঁছানো জরুরি।
তিনি বলেন, এই রমজানেই আরও এক দফায় ত্রাণ ও পণ্যসামগ্রী পৌঁছানোর উদ্যোগ নিয়েছি। মানুষের জন্যই মানুষ। তাই এ উদ্যোগে দেশে, দেশের বাইরে অবস্থানরত পরিবারের বিভিন্ন সদস্য, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী, কলেজ ও ভার্সিটির শিক্ষক ও শিক্ষিকা এবং সাধারণ প্রবাসীদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি।
Advertisement
জেইউ/জেডএ/জেআইএম