অর্থনীতি

ছয় জেলায় করোনা সুরক্ষা সামগ্রী দিল এনআরবিসি ব্যাংক

ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও পিরোজপুরে বিভিন্ন হাসপাতালে করোনাভাইরাস মোকাবিলায় সুরক্ষা সামগ্রী সরবরাহ করেছে চতুর্থ প্রজন্মের বেসরকারি এনআরবিসি ব্যাংক। শনিবার (২৫ এপ্রিল) এক বার্তায় ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এতে বলা হয়, দেশব্যাপী কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় নিবেদিত হাসপাতালগুলোর চিকিৎসক ও সেবাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহের পদক্ষেপ নিয়েছে এনআরবিসি ব্যাংক। করোনাভাইরাস ক্রান্তিকালে বিদ্যমান এই জরুরি অবস্থায় সরকারের পাশাপাশি জনস্বার্থে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

ইতোমধ্যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকসহ ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও পিরোজপুরের বিভিন্ন হাসপাতালে নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মিদের জন্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে :

Advertisement

১. প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এবিএম আবদুল্লাহ২. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা৩. ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা৪. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা৫. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা৬. শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা৭. স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা৮. হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা৯. মুগদা জেনারেল হাসপাতাল, ঢাকা১০. ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতাল, খানপুর, নারায়ণগঞ্জ১১. চট্টগ্রামের করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিবেদিত হাসপাতালসমূহ১২. সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগ১৩. কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেট১৪. জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেট১৫. সিলেটের গোয়াইনঘাট অঞ্চলের করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিবেদিত হাসপাতাল১৬. সিলেটের ফেঞ্চুগঞ্জ অঞ্চলের করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিবেদিত হাসপাতাল১৭. সিলেটের ছাতক অঞ্চলের করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিবেদিত হাসপাতাল১৮. বরগুনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে১৯. শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল২০. আগৈলঝরা উপজেলা হাসপাতাল, বরিশাল২১. গৌরনদী উপজেলা হাসপাতাল, বরিশাল২২. ঝালকাঠি অঞ্চলের করোনা আক্রান্ত রোগীদের সেবায় নিবেদিত হাসপাতাল২৩. নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পিরোজপুর।

হাসপাতাল ছাড়াও সংবাদ সংস্থা ডিবিসি ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে পিপিই দেয়া হয়েছে।

ব্যাংকের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এ পর্যন্ত ব্যাংকটি প্রায় পাঁচ হাজার পিপিই, পাঁচ হাজার সার্জিক্যাল মাস্ক, এক হাজার কেএন-৯৫ মাস্ক, ৮০০ বিশেষ চশমা ও ১৫০০ হেডশিল্ড সরবরাহ করা হয়েছে। ভবিষ্যতেও এই সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে ব্যাংকটি।

সুরক্ষা সামগ্রী বিতরণ ছাড়াও এই দুর্যোগ মুহূর্তে দেশের জনস্বার্থে ইতঃপূর্বে এনআরবিসি ব্যাংক দেশের ও বিদেশের স্বনামধন্য ও বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারদের সমন্বয়ে একটি হেলথ ডেস্ক চালু করেছে।

Advertisement

উল্লিখিত হেলথ ডেস্ক থেকে এই বিশেষজ্ঞ টিমের তত্ত্বাবধায়নে করোনাভাইরাস প্রতিরোধে সর্বাত্মক পরামর্শ প্রদান ও আক্রান্তদের বিশেষ করণীয় সংক্রান্ত তথ্য সহায়তা ছাড়াও স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিষয়ক যেকোনো পরামর্শ দেয়া হয়।

দেশের যেকোনো প্রান্ত থেকে সমাজের সকল শ্রেণির মানুষ ১৬৪১৩ ও ০৯৬১২৩১৬৪১৩ নম্বরে ফোন করে বিনা খরচে এই সেবা গ্রহণ করতে পারেন।

এসআই/বিএ/জেআইএম