আদালত খোলার সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দেবেন সাধারণ আইনজীবীদের অধিকার সংরক্ষণ পরিষদ। পরিষদের সদস্যরা বলছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উন্নত রাষ্ট্রগুলো হিমশিম খাচ্ছে। বাংলাদেশেও দিনকে দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে সরকার যেখানে আগামী ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়েছে, সেখানে সীমিত আকারে আদালত খোলা রাখা ঝুঁকিপূর্ণ হবে।
Advertisement
শনিবার (২৫ এপ্রিল) পরিষদের প্রধান সমন্বয়কারী এস এম জুলফিকার আলী জুনু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায় স্মারকলিপি দেয়া হবে।
আইনজীবীদের অব্যাহত দাবির প্রেক্ষাপটে এবং বিচারপ্রার্থীদের কথা বিবেচনায় নিয়ে রোববার থেকে স্বল্প পরিসরে সাংবিধানিক আদালত খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয় গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল)। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন।
তবে শনিবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান জাগো নিউজকে জানান, সীমিত পরিসরে আদালত খোলার সিদ্ধান্ত আগামী সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার (২৬ এপ্রিল) ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হব।
Advertisement
এফএইচ/জেডএ/জেআইএম