ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের মাস্কসহ কোভিড-১৯ সংক্রমণ বিস্তাররোধে বিভিন্ন নিরাপত্তাসামগ্রী দিয়েছে চীনের মেশিনারিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশন। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সম্মানে এসব নিরাপত্তাসামগ্রী প্রদান করা হয়।
Advertisement
শনিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. নূর-উর-রহমান শনিবার ঢাকায় ডাক অধিদফতরের সম্মেলনকক্ষে মন্ত্রীর পক্ষ থেকে এসব সামগ্রী গ্রহণ করেন। চাইনিজ মেশিনারিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের সিইও চেনজিং ৫০০টি মাস্ক ১০টি ইলেকট্রনিক থার্মাল থার্মোমিটার এবং আট পিস প্রোটেকটিভ ক্লথ হস্তান্তর করেন।
প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা মো. সাইফুল ইসলাম এবং ডাক অধিদফতরের মহাপরিচালক এস এস ভদ্র, অতিরিক্তি মহাপরিচালক হারুন উর রশিদ এবং ঢাকা সার্কেল পিএমজি সিরাজ উদ্দিন তখন উপস্থিত ছিলেন।
Advertisement
এমইউএইচ/জেডএ/এমকেএইচ