দেশজুড়ে

কৃষকের ধান কাটতে গেলেন আ.লীগ নেতা সফিক

করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। চলতি মৌসুমের ইরি ও বোরো ধান কাটা সময় হয়েছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় কৃষকলীগের নির্দেশে বগুড়ার নন্দীগ্রামে ধান কাটতে মাঠে নেমেছে উপজেলা কৃষকলীগ।

Advertisement

শনিবার সকালে নন্দীগ্রাম উপজেলা কৃষকলীগ আয়োজিত পন্ডিতপুকুর মাঠে কৃষকের জমির পাকা ধান স্বেচ্ছাশ্রমে ঘরে তোলার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ধান কাটার উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক।

এ সময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের বগুড়ার উপপরিচালক আবুল কাশেম, জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, জেলা তাঁতী লীগের সদস্য সচিব রাশেকুজ্জামান, উপজেলা কৃষি অফিসার আদনান বাবু, উপজেলা কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক।

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক বলেন, কৃষকরা জমির পাকা ধান কাটতে পারছিলেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টির ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন স্বেচ্ছাশ্রমে কৃষকদের ধান কেটে দিতে। প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে, আমরা আওয়ামী লীগ, কৃষকলীগের নেতাকর্মীরা ধান কাটতে নেমেছি।

Advertisement

এএম/জেআইএম