মালয়েশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন দুইজন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৪২ জন, মৃত্যু ৯৮ জনের।
Advertisement
শনিবার মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেখানে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আরও ৯৯ জন। ফলে মহামারি শুরুর পর থেকে দেশটিতে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৩ হাজার ৭৬২ জন।
এদিন মালয়েশিয়ার স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. নুর হিশাম আব্দুল্লাহ জানান, দেশটিতে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থতার হার প্রায় ৬৫ শতাংশ। বর্তমানে ১ হাজার ৮৮২ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ৩৬ জন আইসিইউতে এবং ১৬ জনকে ভেন্টিলেটর সহায়তা দেয়া হচ্ছে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনেরই পুরনো অসুখ ছিল।
Advertisement
করোনা মহামারি নিয়ন্ত্রণে টানা ৩৮ দিনের মতো লকডাউন চলছে মালয়েশিয়ায়। বৃহস্পতিবার মালয়েশীয় প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসসিন লকডাউনের সময়সীমা আগামী ১২ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন।
সূত্র: দ্য স্টার
কেএএ/এমকেএইচ
Advertisement