দেশের বর্তমান করোনা পরিস্থিতির মাঝেও ম্যালেরিয়াপ্রবণ জেলাগুলোতে ম্যালেরিয়ার সেবা প্রদান অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
Advertisement
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সরাসরি অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘ম্যালেরিয়া একটি প্রাণঘাতী ব্যাধি। বিশ্ব ম্যালেরিয়া প্রতিবেদন ২০১৯ অনুসারে, ২২ কোটি ৮০ লাখ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে। যার মধ্যে চার লাখ ৫ হাজার মানুষ ম্যালেরিয়ায় মৃত্যুবরণ করেছে। সারাবিশ্বে প্রতি মিনিটে একটি শিশু ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। ২০১৯ সালে ১৭ হাজার ২২৫ জন মানুষ বাংলাদেশে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে এবং ৯ জন মৃত্যুবরণ করেছে।’
নাসিমা সুলতানা বলেন, ‘উদ্ভূত কোভিড-১৯ পরিস্থিতির মাঝেও ম্যালেরিয়াপ্রবণ জেলাগুলোয় ম্যালেরিয়া সেবাপ্রদান অব্যাহত আছে। ম্যালেরিয়া সেবাপ্রদানকারীদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত এবং সামাজিক বা শারীরিক দূরুত্ব বজায় রেখে সেবা প্রদানের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে।’
Advertisement
‘আমি করব ম্যালেরিয়া নির্মূল-এই প্রতিপাদ্যকে সামনে রেখে যার যার অবস্থান থেকে ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়ামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছি’, যোগ করেন স্বাস্থ্য অধিদফতরের এই অতিরিক্ত মহাপরিচালক।
পিডি/এসআর/এমকেএইচ