লকডাউন উপেক্ষা করে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে এখনও ঢাকা থেকে বাড়ি ফিরছে মানুষ। একই সঙ্গে ঢাকামুখী যাত্রীদেরও দেখা গেছে।
Advertisement
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ঢাকামুখী শত শত যাত্রী ফেরিতে করে নদী পারাপার হয়েছেন। পাশাপাশি ঢাকা থেকে অনেক যাত্রী গন্তব্যে ফিরছেন। এ সময় যাত্রীদের কেউ সামাজিক দূরত্ব রক্ষা করেননি।
এদিকে, মহাসড়কে গণপরিবহন না থাকায় যাত্রীরা অটোরিকশাসহ বিভিন্ন মাধ্যমে দৌলতদিয়া ফেরিঘাটে আসছেন। আবার ফেরিঘাট থেকে অটোরিকশায় গন্তব্যে যাচ্ছেন।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. মাহাবুব হোসেন বলেন, গত কয়েক দিনের তুলনায় শনিবার ফেরিঘাটে যাত্রীদের চাপ বেশি। বর্তমানে এই রুটে ছয়টি ফেরি চলাচল করে। পণ্যবাহী যানবাহনের সঙ্গে ছোট গাড়ি ও যাত্রী পারাপার করা হয়।
Advertisement
প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় রাজবাড়ী লকডাউন করা হয়েছে। লকডাউনের সময় জেলায় জনসাধারণ প্রবেশ ও বাইরে নিষেধ করা হয়। এ সময় জাতীয় আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এই জেলায় প্রবেশ ও জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না। এমনকি আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও এরূপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানানো হয়। কিন্তু এরপরও রাজবাড়ীতে ঢুকছে মানুষ।
রুবেলুর রহমান/এএম/এমকেএইচ