করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হবিগঞ্জের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামের বাসিন্দা।
Advertisement
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে নিজামপুরের ওই যুবক সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। এরপর তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু তার রিপোর্ট এখনও আসেনি। এরই মধ্যে শনিবার সকালে তার মৃত্যু হয়।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, ওই যুবকের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে জমা দেয়া হয়েছে। এখনও রিপোর্ট আসেনি। তবে তার মরদেহ করোনা রোগীর মতোই দাফন করা হবে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/জেআইএম
Advertisement