লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত দিয়ে মানসিক ভারসাম্যহীন ভারতীয় এক নাগরীককে পুশইন করার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছোড়া রাবার বুলেটে বিজিবির এক সদস্যসহ স্থানীয় তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় বিজিবির সঙ্গে উচ্চ পর্যায়ের পতাকা বৈঠকে বিএসএফ আনুষ্ঠানিকভাবে ‘ভুল স্বীকার’ করেছে।
Advertisement
শুক্রবার দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই বৈঠক চলে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর জিরো পয়েন্ট সীমান্তে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এ জেড মুজাহিদ বলেন, পতাকা বৈঠকে বিএসএফ আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার করেছে। একইসঙ্গে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন বিএসএফের কর্মকর্তারা।
বিজিবি কর্মকর্তা এ জেড মুজাহিদ আরও জানান, বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রংপুর সেক্টর কমান্ডার কর্নেল আলীমুল হক চৌধুরী ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন জলপাইগুড়ি সেক্টর বিএসএফের ডিআইজি মহেন্দ্রা কুমার সাহারান।
Advertisement
এসময় রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হক ও ভারতীয় কোচবিহার-১৪৮ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাহিত্য মুখার্জিসহ উভয়পক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রংপুর সেক্টর কমান্ডার কর্নেল আলীমুল হক চৌধুরী বলেন, শুক্রবার প্রায় ৩ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার করে বৃহস্পতিবারের অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
এছাড়াও লালমনিরহাট সীমান্তসহ বিভিন্ন সীমান্ত দিয়ে মানসিক রোগী ভারতীয় নাগরিককে পুশইনের বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
রবিউল হাসান/এফএ/এমএস
Advertisement