ফিচার

বাণী-বচন : ১৬ অক্টোবর ২০১৫

বাণী:অধিকারআদার ব্যাপারির জাহাজের খবরে কাজ কী?- প্রবাদঅধিকার কেউ কাউকে দেয় না, অধিকার অর্জন করতে হয়।– শ্যামলচন্দ্র দত্তমরণপন যুদ্ধ না করে কোন অধিকারই আদায় করা যায় না।– ব্রেন্ডান ফ্রান্সিসনিজের অধিকার আদায় করে নিতে হয়।– মওলানা ভাসানীআইনের চেয়ে অধিকার অনেক ভালো।– স্যার লিউস মরিসবচনঅতি ভক্তি যারচোরের লক্ষণ তারঅর্থ : মাত্রাতিরিক্ত ভক্তিতে সন্দেহ আছে। কারণ তার নেপথ্যে প্রতারণা, স্বার্থসিদ্ধিরও যোগ থাকতে পারে- এ কথা বোঝাতে বলা হয়।এসইউ/এইচআর/পিআর

Advertisement