দেশজুড়ে

মৌলভীবাজারে আরও ২ জনের করোনাভাইরাস শনাক্ত

মৌলভীবাজারে নতুন করে আরও দুইজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই দুই করোনা রোগী শনাক্ত হয়।

Advertisement

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে একজনের বাসা শ্রীমঙ্গলে এবং অপরজন রাজনগর উপজেলার। আক্রান্ত দুইজনই পুরুষ। একজনের বয়স ২১, আরেকজনের বয়স ৪০ বছর।

এর আগে মৌলভীবাজারে চারজনের করোনা ধরা পড়ে। যার মধ্যে দুইজন মারা যাওয়ার পর তাদের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে করোনা পাওয়া যায়। অন্য দুইজন চিকিৎসাধীন আছেন।

Advertisement

রিপদ দে/এসআর