আন্তর্জাতিক

হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারে সতর্ক করল মার্কিন এফডিএ

হাসপাতালের বাইরে করোনাভাইরাসের রোগীদের চিকিৎসায় ম্যালেরিয়ানিরোধী ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার না করতে সতর্ক করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের খাবার ও ওষুধ প্রশাসন (এফডিএ)। শুক্রবার এক বিবৃতিতে এই সতর্কবার্তা দেয় এফডিএ।

Advertisement

ম্যালেরিয়ার এই ওষুধটি আর্থ্রাইটিসের চিকিৎসায়ও ব্যবহৃত হয়। এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনার চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন গেম চেঞ্জার হতে পারে বলে মন্তব্য করেন।

কিন্তু ওষুধটি প্রয়োগের পর করোনা রোগীদের অনেকের অস্বাভাবিক হৃৎস্পন্দন এবং দ্রুত হৃৎস্পন্দন ঘটছে বলে বেশ কয়েকটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর মার্কিন এফডিএ এই সতর্ক বার্তা জারি করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, করোনা রোগী অ্যাজিথ্রোমাইসিনের পাশাপাশি হাইড্রোক্সিক্লোরোকুইন অথবা ক্লোরোকুইন ওষুধ দেয়া হচ্ছে তাদের হৃৎস্পন্দনের গুরুতর সমস্যা হচ্ছে বলে বেশ কিছু প্রতিবেদন এফডিএর নজরে এসেছে।

Advertisement

এফডিএ বলছে, আমরা আরও অবগত রয়েছি- প্রেসক্রিপশনের বাইরেও রোগীদের মধ্যে এই ওষুধটির প্রয়োগ বাড়ছে। এমন অবস্থায় আমরা হাইড্রোক্সিক্লোরোকুইন এবং ক্লোরোকুইন উভয়ের পরিচিত ঝুঁকি স্বাস্থ্যসেবা পেশাদার ও রোগীদেরকে স্মরণ করিয়ে দিতে চাই।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ ৯৩ হাজার ১৪৮ জন এবং আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৬০ হাজার ৪৪২ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৬২ হাজার ৭৮৪ জন।

করোনায় সবচেয়ে বেশিসংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে; দেশটিতে ৫০ হাজার ২৪৩ জনের প্রাণ কেড়েছে। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ ২৫ হাজার ৫৪৯ জন মারা গেছেন ইতালিতে; তারপরই স্পেন।

সূত্র: রয়টার্স

Advertisement

এসআইএস/এসআর