দেশজুড়ে

চাল চুরি : সিরাজগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় ইমেইলে মামলা

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়ন থেকে ত্রাণের ২০ বস্তা চাল উদ্ধারের ঘটনায় পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, ডিলার আলাউদ্দিন ও জনৈক আয়াতউল্লার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

Advertisement

শুক্রবার ইমেইলের মাধ্যমে শাহজাদপুর থানায় মামলাটি করেন কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনার রশিদ। মামলার বিষয়ে সার্বিক পরামর্শ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। অ্যাডভোকেট ইশরাত হাসান মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

মামলার এজাহারের অনুলিপি রাজশাহী বিভাগের ডিআইজি ও সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপারকে পাঠানো হয়েছে।

এজাহারে বলা হয়েছে, 'সিরাজগঞ্জ জেলার শাহজাদুপর থানার ১০নং কৈজুরী ইউনিয়নে করোনাভাইরাসের পরিস্থিতিতে গরিব ও অসহায়দের জন্য জননেত্রী শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে চাল বরাদ্দ করা হয়েছিল। ওই চাল থেকে ২০ বস্তা চাল ১০নং কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ডিলার আলাউদ্দিন এবং জনৈক আয়াতউল্লাসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে আত্মসাৎ করেন।'

Advertisement

'পরবর্তীতে গত ১৯ এপ্রিল সন্ধ্যায় কৈজুরী ইউনিয়নের গোপালপুর মোড় সংলগ্ন আয়াতউল্লার বাড়ি থেকে এ ত্রাণের চাল উদ্ধার করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জোহা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন। তারা উদ্ধার করা চাল নিয়ে যান।'

এতে আরও বলা হয়, 'আসামি সাইফুল ইসলাম, ডিলার আলাউদ্দিন, এবং আয়াতউল্লাসহ অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে সরকারি ত্রাণের চাল মজুদ করেছিল, যা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধ।'

'গরিব ও অসহায় জনগণ ত্রাণের দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করেন। কিন্তু তারা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মামলা করতে সাহস পাচ্ছিল না। বাংলাদেশ আওয়ামী লীগের কৈজুরী ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে ভুক্তভোগী ত্রাণ বঞ্চিত জনগণের অনুরোধে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এজাহার দায়ের করলাম।’

অনলাইনে মামলা দায়েরের বিষয়ে জানতে চাইলে কৈজুরী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হারুনার রশিদ বলেন, করোনা ভাইরাসের কারণে লকডাউন চলমান থাকায় ই-মেইলের মাধ্যমে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

এফএইচ/জেডএ/পিআর