খেলাধুলা

অবসরের ঘোষণা দিলেন জহির খান

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় পেসার জহির খান। আধুনিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য যথেষ্ট ফিট নন উল্লেখ করে বৃহস্পতবার অবসরের ঘোষণা দেন দেশটির সেরা এ পেসার। এক বিবৃতিতে খান বলেন, ‘তাৎক্ষণিকভাবে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি।’আগামী বছর এপ্রিল-মে মাসে অনু্িষ্ঠতব্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষে সর্বপ্রকার ক্রিকেট থেকে অবসর নেয়ারও ঘোষণা দেন তিনি। ২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর পুরো ক্যারিয়ার জুড়েই বারবার ইনজুরির কবলে পড়া সত্ত্বেও দেশ এবং দেশের বাইরে নতুন বলে ভারতীয় দলের সেরা পেসার ছিলেন চলতি মাসে ৩৭ বছরে পা রাখা খান।খান বলেন, ‘একজন ক্রিকেটোরের ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হলো যখন নিজ থেকেই তাকে খেলা থেকে অবসরের ঘোষণা দিতে হয়। আমি আসন্ন মৌসুমের জন্য অনুশীলন করছিলাম। কিন্ত আমার মনে হয়েছে দিনে প্রায় ১৮ ওভার বোলিং করা সম্ভব নয় এবং যখন এটা অনুধাবন করেই মনে হলো আমার সময় শেষ।’হাতের ইনজুরির কারণে জাতীয় দল থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হওয়ার আগে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ৯২তম ও শেষ টেস্ট খেলেন খান। কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেবের ৪৩৪ উইকেটের পর টেস্টে ৩১১ উইকেট শিকার করে ভারতীয় দলের দ্বিতীয় সেরা পেসারের স্বীকৃতি পান খান।ওয়ানডে ক্রিকেটে ২০০ ম্যাচে ২৮২ উইকেট শিকার করা খান ২০০৩, ২০০৭ এবং ২০১১ বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন। ২০১১ বিশ্বকাপে তিনি এবং পাকিস্তানের শহিদ আফ্রিদি যৌথভাবে সর্বোচ্চ ২১ উইকেট শিকার করেন। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে নিজ মাঠে বিশ্বকাপ জয়ে অসাধারণ অবদান রেখেছিলেন তিনি।জহির খান আরো বলেন, ‘ক্রিকেট জীবনে আমার সেরা মুহূর্ত ছিল ভারতীয় দলের অংশ হিসেবে বিশ্বকাপ ট্রফি তুলে ধরা এবং ইতিহাস সৃষ্টি করা। গত দুই দশক আমার জীবনের একমাত্র সঙ্গী ছিল ক্রিকেট এবং প্রকৃত সত্য হচ্ছে আমি এই একটি বিষয়ই ভালো জানি। চমৎকার অনেক স্মৃতি, জীবনের অনেক বাস্তব অভিজ্ঞতা এবং মহান কিছু বন্ধুত্ব সাথে নিয়েই আমি অবসর নিচ্ছি।’ভারতের হয়ে ১৭টি টি-২০ ম্যাচ খেলা খান আইপিএলে বিভিন্ন আসরে মুম্বাই, ব্যাঙ্গালোর এবং দিল্লির প্রতিনিধিত্ব করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে ভারতের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় রয়েছেন খান। সব ফর্মেটে তার মোট শিকার ৬১০। তার সামনে রয়েছেন কেবলমাত্র অনিল কুম্বলে (৯৫৬), হরভজন সিং (৭০৬) এবং কপিল দেব (৬৮৭)।বিএ

Advertisement