দেশজুড়ে

করোনা আক্রান্ত দম্পতি ঢাকা থেকে কুষ্টিয়ায় পলায়নকালে রাজবাড়ীতে আটক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা থেকে পালিয়ে আসা এক দম্পতিকে রাজবাড়ীতে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ডাক্তার রতন ক্লিনিকের সামনে থেকে তাদের আটক করে রাজবাড়ী জেলা স্বাস্থ্য বিভাগ ও সদর থানা পুলিশ।

Advertisement

আক্রান্ত দম্পতি একটি ব্যাটারিচালিত অটোবাইকে বাড়ি যাচ্ছিলেন। তারা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের বাসিন্দা (৩১) ও তার স্ত্রী (২৪)।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার কামরাঙ্গীর চরের একটি বাসায় থাকতেন তারা। বুধবার স্বামী এবং বৃহস্পতিবার স্ত্রীর শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। আইইডিসিআর থেকে করোনা রিপোর্ট পজিটিভ বলে তাদের জানানো হয়। এরপর ঢাকা থেকে পালিয়ে কুষ্টিয়ার বাড়িতে যাচ্ছিলেন তারা।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বলেন, করোনাভাইরাসে আক্রান্ত এক দম্পতি ঢাকা থেকে পালিয়ে রাজবাড়ী হয়ে কুষ্টিয়া যাচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে রাজবাড়ী সদর থানা পুলিশের সহযোগিতায় ওই দম্পতিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ডাক্তার রতন ক্লিনিকের সামনে থেকে আটক করা হয়। পরে তাদের কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

রুবেলুর রহমান/এএম/পিআর