নারায়ণগঞ্জের কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর উপর দ্বিতীয় ‘কাঁচপুর সেতু’ এবং মেঘনা ও গোমতি সেতুর উপর নতুন তিনটি সেতু নির্মাণ ও বিদ্যমান সেতুর সংস্কার কাজ আগামী নভেম্বরে শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর প্রতিরোধের অভিযান পরিদর্শনে এসে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ২৬ অক্টোবর রূপগঞ্জের ভুলতা ফ্লাইওভার নির্মাণ কাজের চুক্তি সম্পাদিত হবে এবং ১ নভেম্বর থেকে কাজ শুরু হবে।মন্ত্রী আরো বলেন, নারায়ণগঞ্জ, নরসিংদী ও রাজধানীর বাসগুলো অতিরিক্ত ভাড়া আদায় করে যাত্রীদের হয়রানি করছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। বিআরটিসিসহ যেকোনো গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় হলে কাউকেই ছাড় দেয়া হবে না।ওই সময়ে মন্ত্রী গণপরিবহনের যাত্রী ও চালকদের সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে কথা বলেন। অতিরিক্ত ভাড়া আদায়, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো ও গাড়ির ফিটনেস না থাকার অভিযোগে একটি বিআরটিসির বাসসহ তিনটি মালিকানাধীন গাড়ির কাগজপত্র জব্দ করেন। ওই গাড়ির চালক ও মালিকদের বিরুদ্ধে বিআরটিএ’র কার্যালয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে মন্ত্রী জানান।শাহাদাৎ হোসেন/বিএ
Advertisement